Breaking
28 Jan 2026, Wed

বিদেশের পুজোও পাবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’, কবে-কোথায় করা যাবে আবেদন?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:-  ফি বছর নবান্নের তরফে কলকাতা ও জেলার দুর্গাপুজোগুলিকে শারদ সম্মান দেওয়া হয়ে থাকে। এবার বিদেশের পুজোও পাবে শারদ সম্মান ২০২৩৷ শনিবার সাংবাদিক বৈঠক করে তেমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। অফলাইন ও অনলাইন, দুটি ভাবেই ফর্ম সংগ্রহ করা যাবে৷ আগামী ১৪ তারিখ পর্যন্ত ফর্ম পাওয়া যাবে। অফলাইনে কোথায় কোথায় ফর্ম পাওয়া যাবে, অনলাইনেই বা কোন সাইটে আবেদন করা যাবে, সব কিছুই জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

রাজ্যের ২২ জেলার বিখ্যাত পুজোগুলির জন্য রয়েছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা সমাজচেতনা বিভাগে পুরস্কার। ভিন রাজ্য ও বিদেশের পুজোগুলিও বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩- প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। তাদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে- www.egiyebangla.gov.in/www/wb.gov.in/https:/bbss.gov.in -এই ওয়েবসাইটে৷

Developed by