Breaking
21 Dec 2025, Sun

বিজেপি ক্ষমতায় এলে আদিবাসী সমাজের মাঝিদের জন্য ভাতা চালু করব : অবনী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভার আসনে প্রচার শুরুতেই চমক দিল বিজেপি। নয়াগ্রামের গোখুরপালে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির ঝাড়গ্রাম জেলা সম্পাদক অবনী ঘোষ সহ নানা প্রতিশ্রুতি দেন নেতারা। অবনী ঘোষ বলেন,’দিদি মুসলিমদের ইমামের জন্য ভাতা চালু করেছে। কিন্তু বাকিরা কেউ পায় না। তাই
বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের সামাজিক সংগঠনের মাঝিদের জন্য ভাতা চালু করে দেব আমরা।’ কারন ঝাড়গ্রাম আসনটি আদিবাসী সংরক্ষিত। তাই আদিবাসী ভোট টানতে তৎপর রাজনৈতিক দলের নেতারা।

Developed by