Breaking
30 Jan 2026, Fri

বিজেপি কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং একগুচ্ছ দাবীতে ময়না থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি

পূর্ব মেদিনীপুর:- তৃণমূলের সন্ত্রাস মিথ্যে মামলা, ৩০৭ ধারা অপব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং একগুচ্ছ দাবীতে ময়না থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়। এদিন পূর্ব মেদিনীপুরের ময়না থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার টেব্রিয়াল, ময়না বিধানসভার বিধায়ক অশোক কুমার দিন্দা সহ একাধিক বিজেপির নেতৃত্বরা। ময়না বাসস্ট্যান্ড থেকে মিছিল করে থানা পর্যন্ত যান প্রিয়াঙ্কা টেব্রিওয়াল। একাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিশাল মিছিল করে থানা ঘেরাও করে বিজেপি।

Developed by