Breaking
10 Dec 2025, Wed

বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুরণ সেনাপতিকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুরণ সেনাপতিকে। সোমবার রাতে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে এক মিটিংয়ে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি চিঠি দিয়ে একথা জানিয়েছেন অনুরণ সেনাপতিকে। সেই চিঠির কপি হাতে এসে পৌঁছে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের হাতেও। ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি চিঠিতে উল্লেখ করেছেন,” বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই আপনার নির্বাচিত যুব মোর্চার পদাধিকারী বিভিন্ন দল বিরোধী কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। তাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবার উপক্রম তৈরি হয়েছে। বিজেপি দলের ভাবমূর্তি নষ্ট হবে। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি কোনো ব্যবস্থা নেননি। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝাড়গ্রাম জেলার ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে দায়িত্ব মুক্ত করা হল। আগামী দিনে দলীয় অনুশাসন যারা মানবে না তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।” ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশকেও একথা জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথি।

Developed by