Breaking
23 Jan 2026, Fri

বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

জেএনএফ ডেস্ক : বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। সল্টলেক সেক্টর ফাইভের বিজেপি দফতর থেকেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাপসের গলায় তাঁরাই উত্তরীয় পরিয়ে দেন। হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা।বিজেপিতে যোগ দিয়ে তাপস জানান, তিনি কোনও দিন বিজেপি ছাড়বেন না। তাঁর কথায়, ‘‘আমি আজ থেকে মোদী পরিবারের সদস্য হলাম। যত দিন রাজনীতিতে থাকব, এই পরিবারের সদস্য হিসাবে আমার দায়িত্ব পালন করব। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে, তা ঘোচানোর চেষ্টা করব। দলের প্রতি আমি ১০০ শতাংশ সৎ থাকব।’’

Developed by