Breaking
14 Dec 2025, Sun

বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দুরে দুস্কৃতিদের চালানো গুলিতে যখন এক ব্যক্তি

জেএনএফ ওয়েব ডেস্ক :-বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দুরে দুস্কৃতিদের চালানো গুলিতে যখন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া সাতভিটা এলাকায়। আহত ওই ব্যক্তির নাম আব্দুল গনি বাড়ি গোয়ালপোখর থানার সাতভিটা এলাকায়। রবিবার রাতে পাঞ্জিপাড়া বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুইজন জন দুষ্কৃতী বাইকে করে পিছন থেকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে ত
ওই ব্যক্তি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আব্দুল গনি জানান কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। তার বা হাতের উপরে অংশে গুলি লেগে জখম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পরিবারের তরফ থেকে পাঞ্জিপাড়া ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

Developed by