Breaking
14 Dec 2025, Sun

বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ধমক দিলে হাত মুচড়ে দিবেন :  অজিত মাইতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ধমক দিলে হাত মুচড়ে দিবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। অজিত বাবু বলেন, বিজেপির লোকেদের বলে দিন, যাদের এত কর্মী সমর্থক থাকে তাদের কেন্দ্রীয় বাহিনীর দরকার হয়না। ৫০০, ১০০০ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে এই ঘাটাল মাঠে দাঁড় করিয়ে দিন, আর আমাদের এই লোকেদের নুন, লঙ্কা, লাঠি, বল্লম, বন্দুক কিচ্ছু লাগবে না। শুধু মাথা তুলে গর্জন দিয়ে বলবে, কেন্দ্রীয় বাহিনী তোমরা যদি মরদের বাচ্চা হও তাহলে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন এই মানুষদের উপর দিয়ে স্টিম রোলার চালাও, কত বড় পুলিশ আছ আমরা দেখতে চাই। কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে হুমকি দেয়, হাত মুচড়ে দিতে হবে। এটা মনে রাখুন। কোনো মতেই আমরা ছাড়ব না। কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল দিক। কিন্তু ঘরে গিয়ে হুমকি দিয়ে বিজেপিকে ভোট দিতে বলবে, এটা গুজরাটে হতে পারে, বাংলায় নয়।

Developed by