Breaking
19 Dec 2025, Fri

বাসের ধাক্কায় নতুন বাসস্ট্যান্ডে গরুর মৃত্যু

ঝাড়গ্রাম : সোমবার সকালে ঝাড়গ্রাম নতুন বাসস্ট্যান্ডের মধ্যে বাসের ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাস চালকের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছে তেমনি গরুর মালিকের কর্তব্যের গাফিলতিরও অভিযোগ তুলছেন পশুপ্রেমীরা। পশুপ্রেমীরা বলছেন,ঝাড়গ্রাম শহরের রাস্তায় অনেক গরু ঘুরে বেড়ায়। বাস্তবে তাদের মালিকানা থাকলেও মালিকরা শুধু দুধ দুয়ে তাদের কাজ শেষ করে। গরু কোথায় যায় তার কোন খোঁজ -খবর রাখে না।

Developed by