Breaking
10 Dec 2025, Wed

বালুরঘাটে হিলিতে এক স্বর্ন ব্যবসায়ীকে খুনের ঘটনায় শিলিগুড়িতে গ্রেফতার যুবক

জেএনএফ ওয়েব ডেস্ক :- বালুরঘাটের হিলিতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় বাগডোগরার লাইফলাইন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শুভম কুমার। সে বিহারের বাসিন্দা। জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাটের হিলি ব্লকের তিওর এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারকে গুলি করে খুন করা হয়। এর পরেই গোটা ঘটনার তদন্তে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত শুভম পালিয়ে যায়। এর পরেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ ও হিলি থানার পুলিশ শুভম কুমারকে গ্রেফতার করে।

Developed by