Breaking
18 Dec 2025, Thu

বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হল গোপীবল্লভপুর থানার সিঁজুয়া গ্রামের দু’টি বাড়ি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হল গোপীবল্লভপুর থানার সিঁজুয়া গ্রামের দু’টি বাড়ি।
ওই ঘটনায় জখম হয়েছেন দুই বাড়ির দু’জন মহিলা। এদিন বেলা ১১টা নাগাদ সিঁজুয়া গ্রামের ভক্তিপদ বারিক ও শিবপদ বারিকের বাড়িতে আচমকা বাজ পড়ে। যার ফলে ওই দু’টি বাড়ির অ্যাসব্রেসট্রসের ছাউনি ভেঙে নষ্ট হয়ে যায়। এমনকি দেওয়ালে ফাটল ধরে যায়। বাড়ির ফ্যান পাখা, টিভি সহ সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। ওই সময় দু’টি বাড়িতে দু’জন মহিলা ছিলেন। তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সুস্থ হয়ে উঠেন।

Developed by