Breaking
29 Dec 2025, Mon

বাজ পড়লেও বেঁচে রইল তাঁদের ‘অমর প্রেম’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সত্যিই এ যেন রূপকথা! রপকথা কেও হার মানাবে তাঁদের ‘অমর প্রেম’। সোমবার এমনই ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া। দুই বিবাহিত পুরুষ ও মহিলার বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। কিন্তু সেই প্রেম যে অমর হয়ে থাকবে তা কোনদিন ভাবেননি গ্রামবাসীরা। বাজ পড়ে একসঙ্গেই মৃত্যু হল দু’জনের। এমনকি ‘ঘনিষ্ঠ’ অবস্থায় জীবন গেলেও তাঁদের প্রেম অমর হয়ে থাকল। কুনকি দোলাই(২৫) এবং জিতেন সিং(৩৩)। কুনকির বাড়ি বেলিয়াবেড়া থানার বনকাটি গ্রামে এবং জিতেনের বাড়ি বেলিয়াবেড়া থানার সোনাকড়া গ্রামে।

Developed by