Breaking
8 Dec 2025, Mon

বাগডোগরায় তিন ধরে ঘরে পড়ে রইল এক যুবকের মৃতদেহ,গ্রেফতার এক

জেএনএফ ওয়েব ডেস্ক :-শনিবার বাগডোগরা ভুজিয়াপানি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম রামকিশোর গুরুং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই এলাকা থেকে প্রচন্ড দূর গন্ধ বের হতে থাকেন। এরপর স্থানীয়রা খোঁজা খুঁজি শুরু করে। এবং তখন একটি ঘর থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। ওই মৃতদেহের পাশেই শুয়ে ছিল এক যুবক। এরপর স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। এবং এই ঘটনায় মৃত দেহের পাশে শুয়ে থাকা যুবক
রাহুল ঝাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাহুল ও রামকিশোর দুজন বন্ধু। তবে রামকিশোরের মৃত্যু হলেও কেন পুলিশকে জানালো না রাহুল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিভাবে মৃত্যু হল ওই যুবকের তা ময়নাতদন্তের পরেই জানা যাবে না। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

Developed by