Breaking
8 Dec 2025, Mon

বাগডোগরার কাছে এশিয়ান হাইওয়ে ২ পারাপার করছে হাতির দল

জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার সাত সকালে নকশালবাড়ি ব্লকের বাগডোগরার কাছে এশিয়ান হাইওয়ে ২ পারাপার করছে হাতির দল। যদিও ওই সময় বাগডোগরা বনবিভাগের কর্মীরা রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যান চলাচল আটকে দেয়। যদিও হাতির যাতায়াতের করিডোর ওই এলাকা। হাতির দল মাঝে মধ্যেই এই রাস্তাদিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করে। এর পাশাপাশি হাতির দলকে দেখতে ভীড় জমান সাধারণ মানুষ। এবং সকলেই এই অপরূপ দৃশ্য তাদের মোবাইল ক্যামেরায় তুলতে রাখতে ব্যস্ত।

Developed by