Breaking
16 Dec 2025, Tue

বাংলা সীমান্তে বাঁশপাহাড়িতে পড়ুয়াদের নিয়ে নিজেদের ইউনিট গঠন করল এসএফআই


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাংলা সীমান্তে বাঁশপাহাড়িতে পড়ুয়াদের নিয়ে নিজেদের ইউনিট গঠন করল এসএফআই। পোষাকি নাম বাঁশপাহাড়ি টেরিটোরিয়াল ইউনিট। উপস্থিত ছিলেন এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলার নেতা সোমনাথ মাহাতো, রজত ঘোষ, নেত্রী মধুশ্রী মজুমদাররা। রাজ্যে ক্ষমতায় নেই বামেরা। কিন্তু সেখানে দাঁড়িয়ে নিজেদের ছাত্র সংগঠনের ভিতকে মজবুত করতে তৎপর সংগঠনের নেতারা।

Developed by