Breaking
23 Dec 2025, Tue

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় দুটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করলো বিএসএফ

জেএনএফ ওয়েব ডেস্ক :-বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়ার সময় দুটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করলো বিএসএফ।গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাটিয়ারী বিওপিতে যখন বিএসএফের জওয়ানরা টহল দিচ্ছিলেন তখন বাংলাদেশ থেকে দুজন পাচারকারী দুটি ব্যাগে করে কিছু পাচারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল।তখন টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের চ্যালেঞ্জ করলে  ওই ব্যক্তিরা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।এরপর ফেলে যাওয়া ব্যাগ থেকে বিএসএফ  উদ্ধার করে দুটি বিরল প্রজাতির ময়ূর।আজ ময়ূর দুটিকে রানাঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

Developed by