Breaking
24 Jan 2026, Sat

বাঁকুড়ার ইন্দাস থেকে দ্বিতীয় দফার নবজোয়ার কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়া : বাঁকুড়ার ইন্দাস থেকে দ্বিতীয় দফায় সোমবার নবজোয়ার কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । গত ত্রিশে এপ্রিল ইন্দাসে তৃণমূল কংগ্রেসের একটি জনসভায় এসে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর এবং আহত হয়েছিলেন ৫০ জন তৃণমূল কর্মী । আজ মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্য এবং আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে মৃতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং আহতদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করে আগামী দিনে আরো বেশি করে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে দারুণ খুশি মৃতের পরিবার এবং আহতদের পরিবারের সকল সদস্যরা । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এরপর সেখান থেকে তিনি কোতুলপুর হয়ে জয়পুর আসেন এবং রোড শো করেন। তারপর বিষ্ণুপুরের তুড়কি সংলগ্ন মাঠে কর্মী অধিবেশনে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Developed by