Breaking
8 Dec 2025, Mon

বন্দুক ও ভোজালি সহ দুইজন গ্রেফতার

জেএনএফ ওয়েব ডেস্ক:- গত কয়েকদিন ধরে নদিয়ার ধানতলা থানার পুলিশ রাতে রানাঘাট দুত্তফুলিয়া রোডে নাকা চেকিং চালাচ্ছিল।অবশেষে আর্মস এবং ভোজালী সহ দুই ব্যাক্তিকে গ্রেওতার করল ধানতলা থানার পুলিশ।পুলিশ জানায় উজ্জ্বল সিরকার এবং সাগর বিশ্বাস নামে দুইজনকে পানীখালি কলেজ মোড় থেকে তাদের সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করা হয়।এদের বাড়ি আড়ংঘাটার হোসেনপুর এলাকায় বলে জানা যায়। রবিবার ধৃত দুই জনকে ধানতলা থানার পুলিশ রানাঘাট মহকুমা আদালতে পাঠায়।সুত্রের খবর ধৃত দুইজনকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত বলে জানা যায়।

Developed by