Breaking
8 Dec 2025, Mon

বজ্রপাতে মৃত এক জখম হলেন তিনজন

জেএনএফ ওয়েব ডেস্ক :-বজ্রপাতে মৃত এক জখম হলেন তিনজন। বৃহস্পতিবার জলপাইগুড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ এলাকার ঘটনা। জখমদের আশংঙ্কা জনক অবস্থায় নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে জখমদের। খারিজা-বেরুবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ির গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম সত্যেন রায় (৪৯)। মৃতের পরিবারের দাবি, এদিন চাষের জমিতে কাজ করছিলেন কয়েকজন। ঝড় বৃষ্টির সঙ্গে পচণ্ড বজ্রপাত হচ্ছিল, ফাকা জমিতে ঝুকি না নিয়ে মাঠের ছোট ঘরে আশ্রম নিয়েছিলে সকলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেই ঘরে বজ্রপাত হয়। জখম হয় সকলে। সকলকে উদ্ধার করে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়েছে বাকি তিনজনের চিকিৎসা চলছে।

Developed by