Breaking
19 Jan 2026, Mon

ফের হাতি আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ফের হাতি আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার ভোরে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল এলাকায় হাজির হয় ৩৫-৪০ টি হাতির পাল। ভোর বেলা গুড়গুড়িপাল থানা থেকে ঢিল ছোড়া দুরত্তে হাতির পাল টি এদিন ভোরে মেদিনীপুর ঢেড়ুয়া রাজ্য সড়ক পার করে জঙ্গলে প্রবেশ করে। ঘটনায় আতঙ্কিত জঙ্গল সংলগ্ন এলাকার লোকজন।

Developed by