ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল! পরীক্ষা না নেওয়ার উপাচার্য পরিষদের সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্যপাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানা হবে না ইউজিসির সংশোধিত নির্দেশিকা৷ জুনে রাজ্য সরকারের দেওয়া অ্যাডভাইসরি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ে হবে মূল্যায়ন৷ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ৷ আলোচনার নির্যাস উপাচার্যরা লিখিতভাবে ইউজিসি’র কাছে পাঠানো হবে বলেও নেওয়া হয়েছে সিন্ধান্ত৷ অন্যদিকে, পরীক্ষা জট কাটাতে রাজ্যপালের ডাকা শিক্ষা সচিব ও বেশ কিছু উপাচার্য গরহাজিরা থাকা প্রসঙ্গেও টুইটে গুরুতর অভিযোগ তুলেছে ধনকর৷
রাজভবন সূত্রে খবর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জট কাটাতে গতকাল অনলাইনে বৈঠক করেন রাজ্যপাল৷ সূত্রের খবর, সেই বৈঠকে শিক্ষা সচিব ও বেশ কিছু উপাচার্য গরহাজির ছিলেন৷ এই প্রসঙ্গে আজ রাজ্যপাল নাম না করে টুইট করে অভিযোগ করেছেন, ‘‘আইএএস এবং আইপিএসদের অবশ্যই সার্ভিস রুল মেনে চলতে হবে৷ তাতে স্পষ্ট বলা আছে, রাজনৈতিক নিরপেক্ষতা দায়িত্ব ও স্বচ্ছতা মেনে চলতে হবে৷ সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধকে মেনে চলতে হবে৷’’ অন্যদিকে, রাজ্যের পক্ষে দাঁড়িয়ে উপাচার্য পরিষদের সম্পাদক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সংবাদামাধ্যমে জানিয়েছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মূল্যায়ন প্রক্রিয়া প্রায় শেষ৷ এই মুহূর্তে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিস্থিতি নেই৷ সেকথাও ইউজিসিকে সাফ জানিয়ে দেওয়া হবে৷ উপাচার্য পরিষদের পাশাপাশি অন্য অধ্যাপকদের মঞ্চের তরফেও ইউজিসি’র সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে৷ ওয়াকিবহাল মহলের অভিমত, ইউজিসির নির্দেশি জারি হওয়ার আগে যে সমস্ত রাজ্য পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে, সেই সমস্ত পরীক্ষা গ্রহণের নীতি বিবেচনা করতে পারে ইউজিসি৷ অনেকেই মনে করছেন, ভিনদেশে ডিগ্রি ও শংসাপত্রের গুরুত্ব বজায় রাখতে আগের মতো পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের পথে হাঁটতে চাইছে ইউজিসি৷

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago