Breaking
13 Dec 2025, Sat

ফের বাবা হলেন অভিষেক, পুত্রসন্তানের জন্ম দিলেন রুজিরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- দ্বিতীয়বার বাবা হলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী রুজিরা নারুলা। হাসপাতাল সূত্রে খবর, মা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে। অভিষেকের প্রথম সন্তান মেয়ে। এবার ছেলের বাবা হলেন তিনি।

রুজিরা যে সন্তান সম্ভাবা তা জনসমক্ষে প্রথম জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে বিমানবন্দরের একটি বিতর্কিত ঘটনা নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “অভিষেকের স্ত্রী প্রেগন্যান্ট। ওরা (পড়ুন বিজেপি) ওকেও বাদ দিচ্ছে না। ও তো আর রাজনীতি করে না। ওকে ধরে টানার কী আছে!” একই সঙ্গে মমতা জানিয়েছিলেন, “এসব ঘটনা নিয়ে যা হচ্ছে, তাতে ও (রুজিরা) ভাল নেই। মেয়েটা ডিপ্রেশনে চলে গিয়েছে।”

তারপর থেকে অবশ্য আইন-আদালত করে সেই ঘটনা অনেকটাই থিতিয়ে গিয়েছে। আর এদিন সন্তান প্রসব করলেন অভিষেক-জায়া।

Developed by