Breaking
21 Dec 2025, Sun

ফের তান্ডব চালাল হাতি

সোমবার রাতে ঝাড়গ্রাম জেলার চুবকা অঞ্চলের দুটি গ্রামে তান্ডব চালায়। হাতির তান্ডবে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। চুবকা অঞ্চলের পাকুড়িয়াপাল ও শুকজোড়া গ্রামের ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। রাতে হাতি ঢোকায় আতঙ্কে রয়েছে গ্রামের মানুষজন। অন্যদিকে, গোপীবল্লভপুরে হাতির হানায় প্রচুর ফসলের ক্ষতি হয়েছে।

Developed by