Breaking
21 Dec 2025, Sun

ফের গজরাজের আক্রমণে মৃত্যু হল এক যুবকের

ঝাড়গাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গজের আক্রমণে মৃত্যু হল এক যুবকের। নাম বৈদ্যনাথ মান্ডি। বয়স 24 বছর। সকাল বেলায় গ্রামের লোকজন দেখতে পায় পাশের কাজু বাগানে দুমড়ে-মুচড়ে পড়ে আছে বৈদ্যনাথের মৃতদেহ এবং তার থেকে কিছুটা দূরে জঙ্গলে তখন ওই দাঁতালের দলটি অবস্থান করছে সেই চিত্র দেখতে পাই। গ্রামের মানুষজন বারবার এরকম হাতির আক্রমণে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে মৃত্যুর মিছিল স্থানীয় মানুষজন করে দিচ্ছে বনদপ্তর এর দিকে তার কারণ জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে দাঁতালের দল আছে সেই দলটি দলগুলিকে তাড়ানোর কোনরকমে পদক্ষেপ নিচ্ছে না বনদপ্তর

Developed by