Breaking
29 Jan 2026, Thu

ফুটবল খেলায় গিয়ে একমঞ্চে দুই মেরুর দুই নেতা!

পূর্ব মেদিনীপুর:- রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট গ্রামে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে প্রায় মাস দেড়েক ধরে চলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইন্যাল খেলা হলো ঘাটাল বনাম পানশিলা। এ দিনের এই খেলায় উপস্থিত ছিলেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ লক্ষন শেঠ, ছিলেন প্রাক্তন আই পি এস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। একমঞ্চ দুই মেরুর দুই নেতা পাশাপাশি দেখতেও রীতি মতো উৎসাহী মানুষদের ভিড় ছিলো এদিন। তবে এদিন রাজ্য সরকারকে খোঁচা দিতেও ছাড়েননি ভারতী ঘোষ। তিনি গ্রামা ঞ্চলের ক্রীড়া ক্ষেত্রে খেলার মাঠ গুলির উন্নয়নের জন্য বলেন। তিনি জানান, উন্নয়নের টাকা যেন উন্নয়নের খাতেই খরচ হয়। রাজ্য সরকারের দান খয়রাতির কটাক্ষও করেন ভারতী ঘোষ ক্ষেত্রহাট গ্রামে খেলার অনুষ্ঠানে উপস্থিত হয়ে।

Developed by