জেএনএফ ওয়েব ডেস্ক :- বুধবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকা থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম অনিতা রায় (৫৫), তাঁর বাড়ি হেদায়েত নগর এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁশ ঝাড়ে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




