Breaking
19 Dec 2025, Fri

ফলকনামা এক্সপ্রেসের কামরায় ভয়াবহ আগুন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভয়াবহ আগুনে পুড়ল সাঁতরাগাছি কারশেডে দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রেলের সুরক্ষাকর্মীরা।

তাঁরা প্রথমে রেলের হাইড্রেন থেকে জল ছেটানো শুরু করে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ট্রেনের ওই কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও কি কারনে এই আগুন তা এখনও পরিষ্কার নয়।

সূত্রের খবর, গতকাল রাত্রি প্রায় ১০.৪০টা নাগাদ সাফাই কর্মীরা প্রথমে দাঁড়িয়ে থাকা ফলকনামা এক্সপ্রেসের পেছনের দু’নম্বর কামরার ভেতর থেকে ধোঁয়া বেরতে দেখেন। তাঁরা তড়িঘড়ি জিআরপি ও আরপিএফকে খবর দেওয়া হলে ছুটে আসেন সকলে।

Developed by