Breaking
13 Dec 2025, Sat

প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা ২৪ ঘন্টা চ্যানেলের এডিটর-ইন-চিফ অঞ্জন বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা ২৪ ঘন্টা চ্যানেলের এডিটর-ইন-চিফ অঞ্জন বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করেছেন অঞ্জনবাবু। তারপর বৈদ্যুতিন ও ডিজিটাল মিডিয়ায় সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলার সাংবাদিক জগতে শোকের ছায়া নেমে এসেছে। কোভিড থেকে সেরে উঠেছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরবর্তীতে অঞ্জনবাবুর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পোস্ট কোভিড কমপ্লিকেশনে আরও কিছু সংক্রমণ ধরা পড়ে তাঁর। বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। গত সপ্তাহ থেকেই সঙ্কটজনক হয় অঞ্জনবাবুর শারীরিক অবস্থা। এদিন তাঁর মৃত্যু হয়। অঞ্জনবাবু মেধাবী ছাত্র ছিলেন। সম্পর্কে তিনি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই। গতকাল মুখ্যমন্ত্রী তাঁর মেজ ভাইকে হারিয়ে ছিলেন। এদিন মুখ্যসচিবের ভাইয়ের মৃত্যু হল পোস্ট কোভিডে। ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের প্রতিটি সদস্য তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোকজ্ঞাপন করেন।

Developed by