Breaking
23 Jan 2026, Fri

প্রার্থী তালিকা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে তৃণেমুলের অন্দরে


জয়দীপ গোস্বামী ,জেএনএফ ডেস্ক : দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী ১০ ই মার্চ জন গর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে দিকে দিকে ক্রমশ জোরালো হচ্ছে ক্ষোভ।প্রথমেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে। তারপর ধীরে ধীরে সংবাদ মাধ্যমের সামনে একের পর এক ক্ষোভ উঠে আসে।মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে অধীর চৌধুরীর বিপক্ষে লড়তে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে।ঘোষণা হওয়ার সাথে সাথে ক্ষোভ উগড়ে দেন ভরতপুরের তৃণেমূল বিধায়ক হুমায়ূন কবির।অধীর চৌধুরীর বিরুদ্ধে নিজেকে যোগ্য প্রার্থী বলেও দাবি করেন তিনি।সংবাদ মাধ্যমে নতুন দল গড়ারও হুমকি দিতে সোনা যায়।অপরদিকে টিকেট না পেয়ে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।কোনো কারণ না জানিয়েই দল তাকে টিকেট দেয়নি বলে তিনি জানান।এখন তারা অন্য দলে যোগদান করে কিনা সেদিকেই নজর রাজনৈতীক মহলের।

Developed by