Breaking
15 Dec 2025, Mon

প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে মঙ্গলবার ছুটি ঘোষণা করল বাংলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে মঙ্গলবার ছুটি ঘোষণা করল বাংলার সরকার। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট শোকসংবাদ জানিয়ে ছিলেন।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপনের জন্য মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷
স্বরাষ্ট্র সচিব জানান,’প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ প্রণববাবুর সম্মানে আগামী কাল মঙ্গলবার রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করছে৷ যদি প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য আগামী কাল না হয়ে অন্য কোনও দিন হয়, তা হলে সেই দিন পূর্ণদিবস ছুটি থাকবে৷’

Developed by