Breaking
17 Dec 2025, Wed

প্রতিপক্ষকে অভিনন্দন বার্তা দিলেন দেব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটের ময়দানে প্রতিপক্ষকে অভিনন্দন বার্তা দিলেন ঘাটালের সাংসদ তৃণমূল কংগ্রেসের দেব।

সাংসদ অভিনেতা দেব ট্যুইটারের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সিপিএমের তপন গঙ্গোপাধ্যায়কে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন সিপিএমের তপন গঙ্গোপাধ্যায়। শুক্রবারই তাঁর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট।

আর তার পরই দেব ট্যুইট করেন। দেবের ট্যুইট, ”ঘাটালে সিপিএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি, সবাই একসঙ্গে ঘাটালের মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকব। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করব। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়।’ভোটের ময়দানে নেমে যখন প্রত্যেক প্রার্থীই ক্ষোভ উগরে দেন প্রতিপক্ষের বিরুদ্ধে, তখন দেবের এই সৌজন্যমূলক ট্যুইটে অবাক রাজনৈতিক মহল।

Developed by