Breaking
17 Dec 2025, Wed

প্রচুর পরিমানের আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ একজনকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক:-প্রচুর পরিমানের আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ একজনকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। গতকাল গভীর রাতে পচা শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চারটে বন্দুক ১২ রাউন্ড গুলি,৬ বোম সহ বোম তৈরি মসলা উদ্ধার করল পুলিশ। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একাধিক সময়ে বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হয় গুলি-বোমা। গতকাল গভীর রাতে পচা শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চারটে বন্দুক 12 রাউন্ড গুলি সহ বোম তৈরি মসলা উদ্ধার করল পুলিশ।

Developed by