Breaking
11 Dec 2025, Thu

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান তৃণমূল কিষান ক্ষেতমজুর সংগঠনের

মনিরুল হক, কোচবিহার: কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস এর রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর নির্দেশক্রমে বুধবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার খুটামারা পেট্রোল পাম্প এ পেট্রো পণ্য মূল্যবৃদ্ধি এবং রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক ঘন্টার অবস্থান বিক্ষোভ করে কোচবিহার জেলা কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস।এদিন অবস্থান-বিক্ষোভ নেতৃত্ব দেন অমল রায়(সহ সভাপতি,কোচবিহার জেলা কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস)।এদিন বিক্ষোভে বসে তৃণমূল নেতা অমল রায় বলেন, পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন কিষান এবং ক্ষেতমজুর সংগঠন এর প্রতিটি সদস্য। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে কৃষিকাজে সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছে। বিপণন খরচ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, এভাবে চলতে থাকলে কৃষকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজ কোচবিহার ১নং ব্লকের ফলিমারী, মোয়ামারী, চান্দামারী এবং চিলকিরহাট অঞ্চলের কৃষক এবং নেতৃত্ব সহ ১২০ জন উপস্থিত ছিলেন। আগামীতে এই আন্দোলন লাগাতার জেলাজুড়ে হবে বলে জানান অমল রায়।

Developed by