Breaking
29 Dec 2025, Mon

পুলিশের উদ্যোগে “Wushu” খেলার প্রদর্শনী প্রশিক্ষণ শিবির হল বিনপুরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিনপুর থানার পরিচালনায়”Wushu” যা আমরা কম্ফু নামে জানি সেই খেলার একদিনের প্রদর্শনী প্রশিক্ষণ শিবির হল অনুষ্ঠিত হল। একদিনের প্রশিক্ষণ শিবিরে মূলত দেখানো হয় কিভাবে যুবক-যুবতীরা তাঁরা নিজেরা কিভাবে আত্মরক্ষা করবে, তা শেখানো হয়। কলকাতা থেকে কয়েকজনের টিম এনে এই খেলার প্রদর্শনী মূলক প্রশিক্ষণ শিবির দেখানো হয়। এই খেলা এশিয়ান গেমসেও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, বেলপাহাড়ির ডিএসপি রথীন্দ্রনাথ বিশ্বাস, বিনপুর থানার আইসি বিপ্লব পতি, ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব, ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক অনুপকুমার দে প্রমুখ। মোট ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Developed by