Breaking
18 Dec 2025, Thu

পুরুলিয়া করোনা পেশেন্টের দেহ পড়ে শ্মশানে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পুরুলিয়ার পাড়া থানার ভাগাবাঁধ এলাকায় বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী গ্রাম ফুলিরডি গ্রামের মানুষ দেখে শ্মশানে মৃতদেহ চিতার উপর সাজানো। তাদের দাবি বুধবার রাত্রে করোনায় আক্রান্ত হয়ে ফকু গঁরাই নামে বছর পঁয়তাল্লিশ এর এক ব‍্যক্তির মৃত‍্যু হয় কভিড হাসপাতালে। সৎকারের জন‍্য মৃত দেহটি পরিবারের লোকেদের দেওয়া হয়। কিন্তু সৎকার নাকরেই মৃতদেহটি ছেড়ে সমস্ত লোক পালিয়ে যায়।

Developed by