Breaking
17 Dec 2025, Wed

পুনর্নিমাণের সময় অস্ত্র নিয়ে পালাতে গিয়েই এনকাউন্টারে খতম হল ৪ ধর্ষণকারী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পুনর্নিমাণের সময় অস্ত্র নিয়ে পালাতে গিয়েই এনকাউন্টারে খতম হল ৪ ধর্ষণকারী। হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছিল পুলিশ। আদালতের নির্দেশের তারা পুলিশ হেফাজতে ছিলেন। পুলিশ ঘটনার পুনর্নিমাণের জন্য চার অভিযুক্তকে শুক্রবার ভোরে ঘটনাস্থলে নিয়ে যায়।

আর সেখান থেকে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে ওই চারজন। তারপরেই এনকাউন্টারে খতম করে ৪ ধর্ষণকারীকে। ঘটনায় সারা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় আমজনতা সাধুবাদ জানাচ্ছে হায়দরাবাদকে পুলিশকে। এই মুহূর্তে ওই এলাকায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন।

Developed by