Breaking
16 Dec 2025, Tue

পুজোর হাতছানি, কুয়াশা মোড়া সকাল ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আর পাঁচটা দিনের থেকে আলাদা বৃহস্পতিবার। এ যেন পুজোর হাতছানি। আগমনী বার্তা সাদা কাশফুলে। আর তারই প্রতীক রূপে কুয়াশা এসে হাজির ঝাড়গ্রামে। এদিন ভোর হতেই ঝাড়গ্রাম শহরে দেখা গেল কুয়াশা মোড়া স্নিগ্ধ সকাল।

Developed by