Breaking
28 Jan 2026, Wed

পুজোর মাঝে ঘূর্ণিঝড়? ভারী বৃষ্টি বাংলায়? কী বলছে হাওয়া অফিস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:-   সদ্যই নিম্নচাপের হাত থেকে রেহাই পেয়েছে বাংলা৷ এরই মধ্যে ফের ঘনাচ্ছে আশঙ্কার মেঘ৷ দুর্গাপুজোয় কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় যদি নাও আসে,  ভারী বৃষ্টিতে কি মাটি হবে পুজোর আনন্দ? অক্টোবর পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই গুঞ্জন৷ বেশ কিছু ছবিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে দাবি করা হয়েছে, পুজোর সময় ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা৷  ধেয়ে আসবে ঘূর্ণিঝড়৷ তবে কি এবার বৃষ্টিতে ভেস্তে যাবে পুজোর মজা? 

হাওয়া অফিস জানিয়েছে, পুজোর সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, তা এখন থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মহালয়ার সময় পুরো এটা অনেকটাই স্পষ্ট হবে। তবে আপাতত যে ইঙ্গিত মিলেছে, তাতে পুজোর সময় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম৷ 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সবকিছু ঠিকঠাক থাকলে মহালয়ার দু’দিন আগে অর্থাৎ ১২ অক্টোবর রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় নেওয়ার কথা। অর্থাৎ সে দিক থেকে পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলে তাও অল্পবিস্তর৷ তাতে অবশ্য বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়৷ 

Developed by