Breaking
11 Jan 2026, Sun

পুকুরিয়ার ঢোলকাঠে শিবির করে ৪২৭ জনের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার সকালে পুকুরিয়ার ঢোলকাঠে শিবির করে ৪২৭ জনের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হল। এদিন ‘আপনার সাথে প্রশাসন’ অনুষ্ঠানের মাধ্যমে এসটি, এসসি, ওবিসি শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমা শাসক সুবর্ণ রায়, ঝাড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও চঞ্চলকুমার মণ্ডল, ঝাড়গ্রামে পঞ্চায়েত সমিতির সভানেত্রী রেখা সোরেন, সহ-সভাপতি সুবোধ টুডু প্রমুখ। বাড়ির কাছে জাতিগত শংসাপত্র পেয়ে খুশি সাধারণ মানুষজন।

Developed by