Breaking
8 Dec 2025, Mon

পাতকুয়ো থেকে মদ্যপ ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হলেন দমকলের কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ বিনপুর থানার রতনপুর গ্রামে পাতকুয়োতে পড়ে যান এক ব্যক্তি। জানা গিয়েছে, অমিত লোহার (২৮) নামে
ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বাড়ি রতনপুর গ্রামেই। পাতকুয়ো থেকে মদ্যপ ব্যক্তিকে তুলতে গিয়ে অসুস্থ হন এক দমকল কর্মীও। অসুস্থ কর্মী তপনকুমার মন্ডল বলেন,’বুধবার সন্ধ্যায় বিনপুর থানা থেকে খবর আসে এক ব্যক্তি পাতকুয়োতে পড়ে গিয়েছেন। তৎক্ষনাত ঘটনাস্থলে আমরা পৌঁছায়। গিয়ে দেখা যায় যে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন। পাতকুয়োটি খুব একটা ব্যবহার হয়নি। দূষিত গ্যাসে পরিপূর্ণ ছিল কুয়োটি। প্রথমি বালতি ও দড়ি দিয়ে ওঠানোর চেষ্টা করা হলে ওই মদ্যপ ব্যক্তি বালতির মধ্যে মাথা ঢুকিয়ে দেন।’ তাই কোনো কিছু পরোয়া না করেই ওই ব্যাক্তিকে বাঁচাতে দড়ি বেয়ে নিচে নেমে যায় দমকল কর্মী। তিনি বলেন,’প্রথমে বালতি থেকে ওর মাথা বের করে ওকে দড়ি বেয়ে উপরে উঠাই। তারপর আমার শ্বাসকষ্ট হয় এবং তড়িঘড়ি উঠতে গিয়ে আমার ডান পায়ে ও শরীরে চোট লাগে।’ মদ্যপ ওই ব্যক্তি ও দমকল কর্মী দুজনেই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Developed by