Breaking
8 Dec 2025, Mon

পশ্চিম মেদিনীপুরে ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র হানা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:– পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিস সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র আধিকারিকরা জেরা করতে ঢুকলেন। নির্বাচন পরিচালনা করার জন্য ভারতী ঘোষ বর্তমানে দাসপুর থানার চককৃষ্ণবাটীতে রাজকুমার মণ্ডলের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে রয়েছেন। সেখানেই সিআইডি’র আধিকারিকরা এসেছেন। প্রসঙ্গত ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলা সহ মোট চারটি বর্তমানে রয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতী ঘোষ মামলায় সিআইডির আবেদন মঞ্জুর করে ভারতী ঘোষ কে পুরনো সহায়তা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতই সিআইডি নোটিশ পাঠিয়ে ১৮ তারিখে দেখা করতে বলেন ভারতী ঘোষকে। যদিও মনোনয়ন জমা দেওয়ার কারনে হাজিরা এড়িয়ে যান ভারতী ঘোষ। আজ সকালে সিআইডির ৮ সদস্যের একটি দল দাসপুরের চককৃষ্ণবাটিতে জেরা করতে আসে ভারতী ঘোষ কে॥

Developed by