Breaking
8 Dec 2025, Mon

পরিবেশ বান্ধব অত্যাধুনিক সাইকেলের বিপুল সম্ভার ঝাড়গ্রামের হিরো স্প্রিন্ট বেরা ট্রেডার্স


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পরিবেশ বান্ধব অত্যাধুনিক সাইকেলের বিপুল সম্ভার ঝাড়গ্রামের হিরো স্প্রিন্ট বেরা ট্রেডার্স। আসন্ন দুর্গাপুজো ও কালীপুজো উপলক্ষে বিশেষ উপহার ঘোষনা করেছে ঝাড়গ্রামের বেরা ট্রেডার্স কর্তৃপক্ষ। মহিলা-পুরুষ ও শিশুদের জন্য অত্যাধুনিক বিভিন্ন ধরনের সাইকেল পাবেন সহজমূল্যে। এক ছাতার তলায় রয়েছে আপনার মন পছন্দের হিরো সাইকেলের একাধিক নজরকাড়া ডিজাইন। এরজন্য অবশ্যই আপনাকে যেতে হবে ঝাড়গ্রাম শহরের বেরা ট্রেডার্সের কাউন্টারে।
সাথে রয়েছে ছয় মাসের মধ্যে তিনটি ফ্রী সার্ভিসিং এবং লাইফ টাইম সাইকেলের ফ্রি মেইনটেন্যান্স। এছাড়াও রয়েছে হিরো ইন্সুরেন্স যার মধ্যে পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে সাইকেল চুরি হলে বা দুর্ঘটনা হলে ৮৫ শতাংশ ক্যাশ ব্যাক এবং সাত মাস থেকে বারো মাসের মধ্যেই সাইকেলে চুরি বা দুর্ঘটনা হলে ৭৫ শতাংশ ক্যাশ ব্যাক। এছাড়াও দুর্ঘটনা প্রাণহানি হলে রয়েছে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার ক্ষতিপূরণ।আজই যোগাযোগ করুন ৭০৭৬৫১৭৮৯১ এবং ৯৬০৯২৪৩০০৬ নম্বরে।

Developed by