Breaking
18 Dec 2025, Thu

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

জেএনএফ ওয়েব ডেস্ক :-পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ওই ব্যক্তির নাম মেগু সেখ। বয়স আনুমানিক ৩৫। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়। সূত্রের খবর শান্তিপুর কন্দ খোলা ৩৪ নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার পথচলতি বাসিন্দারা। এলাকার লোকজন ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ব্যক্তির দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। দেহ আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তদন্ত চালিয়ে দেখা যায় ওই ব্যক্তির বাড়ি শান্তিপুর থানার পাড়া এলাকায়। পাশাপাশি পুলিশ কি কারণে তার মৃত্যু হয়েছে কোন উদ্দেশ্যে তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ছুটে আসে ওই ব্যক্তির পরিবার। স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া।

Developed by