Breaking
1 Jan 2026, Thu

পথ দুর্ঘটনায় মৃত্যু হলেন এক ইট ভাটার শ্রমিকের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু হলেন এক ইট ভাটার শ্রমিকের। মৃতের নাম জেনা ওঁরাও(২২)। তাঁর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় শিলদার কাছে ওড়গোন্দাতে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক্টরে করে ৫ জন ব্যক্তি শিলদার দিকে আসছিলেন। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। দুর্ঘটনার কবলে পড়ে গাড়িতে থাকা ৪ জন সামান্য জখম হলেও একজন ঘটনাস্থলে মারা যান। সকলকে গুরুতর আহত অবস্থায় শিলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জেনা ওঁরাওকে। মৃত যুবক বাঁকুড়া জেলার ফুলকুসমার ইঁট ভাটাতে কাজ করতেন।

Developed by