Breaking
23 Jan 2026, Fri

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র অশোকনগর, অবরোধ, পুলিসের গাড়ি ভাঙচুর

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার অশোকনগর। উত্তেজিত জনতা সরকারি বাস এবং পুলিসের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে নৈহাটি-হাবড়া সড়ক সংলগ্ন সুরিয়াতে। এদিন ওই এলাকারই বাসিন্দা সইফুদ্দিন মণ্ডল (৩২) বাইকে চেপে যাওয়ার সময় আচমকাই ১০ চাকার একটি লরি ধাক্কা মারে তাঁকে। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অকুস্থলে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় থানার পুলিস অকুস্থলে এলে পুলিসের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ওই সড়কে প্রায় ৫ ঘণ্টা পথ অবরোধ করেন এলাকাবাসীরা। শেষে পুলিস লাঠিচার্জ করলে অবরোধ উঠে যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকা দিয়ে যাতায়াতকারী লরি থেকে তোলা নেয় পুলিস। ফলে তোলা না দেওয়ার জন্য চালকরা ওই এলাকায় জোরে গাড়ি চালান। তার জেরেই এদিনের দুর্ঘটনাটি ঘটেছে বলেও দাবি করছেন অনেকে। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।

Developed by