Breaking
30 Jan 2026, Fri

পঞ্চায়েত ভোটে যেসব অসুরেরা ভোট লুট করতে আসবে বঁটি হাতে এবং ঝাঁটা হাতে তাদের প্রতিহত করার নিদান সুকান্তর।

দুদিন ব্যাপী বাঁকুড়া সফরে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় সদস্য মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার সাথে জেলা সফর চলছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারেরও, আজ বাঁকুড়ার সোনামুখী বিধানসভার নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন মাঠে বিজেপির একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভাতে বিজেপির রাজ্য সভাপতি যোগদান করে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাখতে গিয়ে, পঞ্চায়েত ভোট লুট কারীদের ঝাঁটা হাতে এবং বঁটি হাতে প্রতিহত করার নিদান দিলেন মা বোনেদের। এর পাশাপাশি তিনি কর্মী সমর্থকদের বিজেপির ঝান্ডা এবং ডান্ডা নিয়ে বুথে বুথে দাঁড়ানোরও নির্দেশ দেন। সেদিন তিনি পঞ্চায়েত ভোটে লড়াই করারও ইঙ্গিত দেন।

Developed by