Breaking
12 Jan 2026, Mon

নয়াগ্রামে বাসে ধাক্কা মেরে মৃত্যু হল দুই বাইক আরোহীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নয়াগ্রামে বাসে ধাক্কা মেরে মৃত্যু হল দুই বাইক আরোহীর। মৃতদের নাম প্রমথেনন্দু রাউৎ ও দূর্বাদল রাউৎ। দু’জনের বাড়ি নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী গ্রাম পঞ্চায়েতের ঘাগরীশোল গ্রামে। বুধবার দুপুরে ঘটনাটি নয়াগ্রাম ব্লকের রাইবেড়াতে ঘটেছে। যাত্রীবাহী বাসটি খড়িকামাথানী থেকে নয়াগ্রামের দিকে যাচ্ছিল। রাইবেড়া যাত্রী স্টপেজে লোক নামানোর জন্য বাসটি দাঁড়িয়ে ছিল। তখনই একটি মোটর সাইকেলে দুই ব্যক্তি দ্রুত গতিতে বাসের পিছনে ধাক্কা মারে। তারপরেই বাসের নিচে ঢুকে যায় বাইকটি। প্রমথেনন্দু রাউৎ ঘটনাস্থলে মারা যান এবং দূর্বাদল রাউৎকে গুরুতর জখম অবস্থায় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে মারা যান ওই ব্যক্তি।

Developed by