Breaking
12 Jan 2026, Mon

নয়াগ্রামের চাঁদাবিলাতে গাঁজা গাছ নষ্ট করল আবগারি দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নয়াগ্রামের চাঁদাবিলাতে গাঁজা গাছ নষ্ট করল আবগারি দপ্তর। বেশ কিছু এলাকায় লুকিয়ে লাগানো হয়েছিল গাঁজা গাছ গুলি। এদিন আবগারি দপ্তরের অফিসাররা গিয়ে পুলিশের উপস্থিতিতে গাঁজা গাছ নষ্ট করে জ্বালিয়ে দেওয়া হয়।

Developed by