Breaking
18 Dec 2025, Thu

নৌবাহিনীর নতুন প্রধান হলেন করমবীর সিং

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :ভারতের নৌবাহিনীর পরবর্তী প্রধান হলেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। এখন ওই পদে আছেন অ্যাডমিরাল সুনীল লাম্বা। তিনি আগামী মে মাসে রিটায়ার করবেন। প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই খবর জানানো হয়েছে।

ভাইস অ্যাডমিরাল সিং এখন নৌবাহিনীর উপপ্রধান হিসাবে কাজ করছেন। তিনি খাড়াকওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। নৌবাহিনীতে কাজে যোগ দেন ১৯৮০ সালে। ১৯৮২ সালে হেলিকপ্টারের পাইলট হয়েছিলেন।

Developed by