Breaking
29 Dec 2025, Mon

নির্বাচনের মুখে ঝাড়গ্রামে এক দল ত্যাগ করে অন্য দলে যোগদান চলছে জোর কদমে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার শিবসেনার কার্যালয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে বেশ কিছু জন যোগদান করেন। তাদের হাতে শিবসেনার পতাকা তুলে দেন দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসূদন সিংহ। তিনি বলেন,’আগামী দিনে ঝাড়গ্রাম জেলার ৪টি বিধানসভা আসনে শিবসেনার প্রাথীরা জয়লাভ করবে। যেভাবে মানুষ শিবসেনাতে যোগদান করছে তাতে তিনি আশাবাদী, বিজেপি ও তৃণমূল কংগ্রেস কোনো ফেক্টর হবে না।’

Developed by