Breaking
10 Dec 2025, Wed

জমি নিয়ে বিবাদের জেরে খুন হলো এক ব্যক্তি

জেএনএফ ওয়েব ডেস্ক :-জমি নিয়ে বিবাদের জেরে খুন হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মিঠু আইচ। তার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার মাঝের গ্রাম পঞ্চায়েতের সাপজোলা গ্রামে। ঘটনার সূত্র পাত, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশীর সঙ্গে। আজও সেই বিবাদ চরমে ওঠে। জমি সংক্রান্ত বিবাদে দুই পক্ষের মধ্যে কথা বলতে বলতেই প্রতিবেশী সুবোল রাজোয়ার ,মাধব রাজোয়ার তাদের স্ত্রী ও মাধবের ছেলে সকলে মিলে কালীগঞ্জ থানার সাবজোলা হাই স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে মিঠু আইচের ঘাড়ে কোপ মারে বলে অভিযোগ । ঘটনাস্থলে মিঠু মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোক জন ছুটে আসে এবং তাকে নিয়ে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ইতিমধ্যেই হাসপাতাল থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা সকলে পলাতক। অভিযুক্তদের তল্লাশির পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে নদীয়ার কালিগঞ্জ থানার পুলিশ।

Developed by